ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

ভারতে মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইট হ্যাক, ৯০ হাজার চিকিৎসকের হয়রানির শঙ্কা

হ্যাকিংয়ের কবলে পড়েছে ভারতের পশ্চিতবঙ্গ মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইট। এতে হয়রানির শিকার হতে পারেন ৯০ হাজার চিকিৎসক। ওয়েবসাইটে চিকিৎসক হিসেবে কয়েকজনের নাম, ভুয়া ঠিকানা, জাল ডিগ্রি এবং রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বুধবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম আজকাল পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

পশ্চিতবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী বলেন, ‘ভুয়া চিকিৎসকদের নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এতটাই সাহস বেড়েছে ওদের যে, বারবার ওয়েবসাইট হ্যাক করছে। বিভিন্ন তথ্য ঢুকিয়ে দিচ্ছে। প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আমাদের ধারণা এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। ওদের আরও তৎপর হতে অনুরোধ করব। আমরা ওটিপি ব্যবস্থা চালুর মাধ্যমে ওয়েবসাইটের সাইবার নিরাপত্তা বাড়াতে চেষ্টা করছি।’

প্রতিবেদন বলা হয়েছে, ‘হ্যাকাররা লাগাতার ওয়েবসাইট হ্যাক করলেও, তাদের কমন একটি বিষয়ে ভুল হচ্ছে। তা হলো, রেজিস্ট্রেশন নম্বর। হ্যাক করে এমন এমন মনগড়া নম্বর তারা ঢুকিয়ে দিচ্ছে, যেগুলি পশ্চিমবঙ্গের অ্যালোপ্যাথিক ডাক্তারদের রেজিস্ট্রেশনের প্রেক্ষিতে অবাস্তব। ওয়েবসাইটে ঢুকে ওই ভুয়ো নম্বর লিখলেই দেখা যাচ্ছে সংশ্লিষ্ট চিকিৎসকের নাম, জাল ঠিকানা ও ডিগ্রি। সম্প্রতি অভিযোগের ভিত্তিতে সাতজনের নাম বাদ দিয়েছে কাউন্সিল।’

কাউন্সিলের একজন কর্মী জানিয়েছেন, ‘চিকিৎসকদের সমস্ত তথ্যভাণ্ডার, আমাদের মূল সার্ভারে সুরক্ষিত। কিন্তু সমস্যা হল ওয়েবসাইট আসলে কাউন্সিলের দর্পণ বা আয়না। ডাক্তার ভুয়ো না সঠিক ডিগ্রিধারী বুঝতে সাধারণ মানুষের ভরসা সেই ওয়েবসাইট। আর সেখানেই ওরা গণ্ডগোল করছে।’

প্রতিবেদন আরও বলা হয়েছে, ‘প্রতি মাসে গড়ে ১০টি করে ভুয়ো ডাক্তারের অভিযোগ পাচ্ছে কাউন্সিল। তার সিংহভাগই কোনও প্রশিক্ষিত চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন ব্যবহার করে প্রতারণা। হ্যাকিং সংক্রান্ত ছাড়াও অন্তত ২০ শতাংশ ক্ষেত্রে অভিযোগ রয়েছে প্রশিক্ষিত এমবিবিএস ডাক্তারদের বিরুদ্ধে। এমডি-এমএস বা অন্য উচ্চতর ডিগ্রির অধিকারী না হয়েও তা ব্যবহার করছে তাঁরা। প্রথমবার অভিযোগ প্রমাণিত হলে কড়া ভাষায় তাদের সতর্ক করা হচ্ছে। আর দ্বিতীয়বার এমন হলে? এক কাউন্সিল কর্তার দাবি, ‘শো-কজ, এমনকী সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ