করোনাভাইরাসের সংক্রমণ রোধে মডার্না ও সাইনোফার্মার ভ্যাকসিনেশনের বিষয়ে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ছয় ধরণের মানুষ এই ভ্যাকসিনগুলো গ্রহণ করতে পারবে না বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ) ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুর হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোভ্যাক্সের মাধ্যমে পচিশ লক্ষ ডোজ মর্ডানা ভ্যাকসিন এবং চীন থেকে বিশ লক্ষ ডোজ সাইনফার্ম সরকারে হাতে এসে পৌঁছেছে। অতি শীঘ্র সারাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি কর্পোরেশনের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে সাধারণ জনগণকে টিকা দেওয়া করা হবে।
নিবন্ধন ছাড়া কেউ টিকা গ্রহণ করতে পারবেন না জানিয়ে বলা হয়, মডার্নার টিকা ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশালসহ মোট ১২টি সিটি কর্পোরেশন এলাকার নির্দিষ্ট টিকা কেন্দ্রে দেওয়া হবে। অপরদিকে সকল জেলা ও উপজেলায় সাইসোফার্মার টিকা দেওয়া হবে।
যারা টিকা পাবেন

১. ৩৫ বছরের ঊর্ধ্বে সকল সাধারন জনগণ রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে। রেজিস্ট্রেশনকারীদের মধ্যে বেশী বয়সী জনগোষ্ঠী থেকে ক্রমান্বয়ে কম বয়সী জনগোষ্ঠীকে পর্যায়ক্রমে অগ্রাধিকার অনুযায়ী এসএমএস প্রদানের মাধ্যমে ভ্যাকসিন প্রদান করা হবে।
২. বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা;
৩. নির্বাচিত জনপ্রতিনিধি;
৪. রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য কার্যালয় তথা মন্ত্রণালয়, সচিবালয়, বিচারিক ও প্রশাসনিক কার্যালয়ের কর্মকর্তারা;
৫. প্রতিরক্ষা কার্যে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ ইত্যাদি বাহিনীর সদস্যগণ, কোস্টগার্ড ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট;
৬. আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ট্রাফিক পুলিশ, আনসার ভিডিপি; কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সরাসরি সম্পৃক্ত সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীগণ (চিকিৎসক, সেবিকা ও মিডওয়াইফ, এসএসিএমও, অল্টারনেট মেডিকেল কেয়ার, হোমিওপ্যাথি, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলোজিস্ট, ল্যাবরেটরী এটেনডেন্ট, ওয়ার্ড মাস্টার, ওয়ার্ড বয় বা আয়া, ধোপা, টিকেট ক্লার্ক, কুক.মশালচি, পরিচ্ছন্নতা বিষয়ককর্মী, ফিজিওথেরাপিস্ট, অ্যাম্বুলেন্স চালক এবং অন্যান্য সরাসরি সম্পৃক্ত সেবাদানকারী)
৮. বার কাউন্সিল কর্তৃক অনুমোদিত আইনজীবী
৯. গণমাধ্যমকর্মী
১০. জনসেবায় সরাসরি সম্পৃক্ত সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মী
১১. ধর্মীয় প্রতিনিধিগণ
১২. মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি
১৩. জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কাজের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারী
১৪. নৌবন্দর, রেল স্টেশন ও বিমান বন্দরসমূহে কর্মরত ব্যক্তি।
যারা টিকা পাবেন না
১. ১৮ বছরের কম বয়সী জনগোষ্ঠী।
২. গর্ভবতী ও স্তন্যদানকারী মা
৩. ভ্যাকসিন গ্রহণের সময় জ্বরে আক্রান্ত বা অসুস্থ ব্যক্তি
৪. ভ্যাকসিনজনিত অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে
৫. ১ম ডোজ গ্রহণের পর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হলে
৬. অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, যক্ষা, অ্যাজমা বা শ্বাসকষ্ট, কিডনি রোগ, ডায়ালাইসিস নিচ্ছেন এমন ব্যক্তি, ক্যান্সার আক্রান্ত এবং স্বল্প রোগপ্রতিরোধ ক্ষমতা জনগোষ্ঠীর ক্ষেত্রে প্রয়োজনে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।