রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগে ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন’ চালু করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ এই ডিভিশন প্রতিষ্ঠার অফিস আদেশটি হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভায় এই ডিভিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।

ডা. স্বপ্নীল নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আজ বাংলাদেশে হেপাটোলজির জন্য একটি মাইলফলক দিন। এর মাধ্যমে ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি’ হেপাটোলজির একটি স্বতন্ত্র সাব-স্পেশিয়ালটির স্বীকৃতি পেলো। দেশের হেপাটোলজি বিভাগের চিকিৎসার গত কয়েক বছর ধরে দেশে অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, ট্রান্সআর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন, রেডিও ফ্রিকোয়েন্সি এবলেশন, প্লাজমা এক্সচেন্জ, হেপাটিক ভেনাস প্রেসার গ্রেডিয়েন্টসহ যেসব অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির প্রচলন করেছে। তারই ধারাবাহিকতায় হেপাটোলজি বিভাগের এই অর্জন। এর ফলে চিকিৎসা, ট্রেনিং ও গবেষনায় নতুন সম্ভাবনার সৃস্টি হলো।’
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।
