ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন

৫ লাখ পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত

করোনার পরবর্তী পরিস্থিতিতে ভারতে পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে বড়সড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মুলত, করোনা পরিস্থিতিতে থমকে রয়েছে আন্তর্জাতিক পর্যটক যাতায়াত।

কিন্তু ধীরে ধীরে দেশটিতে কমছে করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রভাব। ফলে শিগগিরই আবার টুরিস্ট ভিসা ইস্যু করা শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

সোমবার (২৮ জুন) অর্থমন্ত্রী জানিয়েছেন আন্তর্জাতিক যাতায়াত শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে বেড়াতে আসার আবেদন করবেন, তাদের কোনো ভিসা ফি দিতে হবে না। এই নিয়ম বহাল থাকবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে তার মধ্যেই ৫ লাখ ভিসার আবদেন জমা পড়ে গেলে এই অফার বন্ধ থাকবে। একজন বিদেশি টুরিস্ট একবারই এই সুবিধা পাবেন। এমনই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

পাশাপাশি করোনায় ঝিমিয়ে পড়া ভারতের পর্যটনকে চাঙ্গা করতে সোমবার একাধিক আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারই অংশ হিসাবে বিদেশি নাগরিকদের ভারত ভ্রমণে এই অফার দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ