বৈশ্বিক ইস্পাত উৎপাদনে দ্বিতীয় ভারত। ধাতুটি উৎপাদনে প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে দেশটির। তবে স্থানীয় চাহিদার ঊর্ধ্বমুখিতায় কমেছে রফতানি। লন্ডনভিত্তিক আরগাস মিডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাজার প্রতিনিধিরা আরগাসকে জানান, ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন উঠিয়ে দেয়া হচ্ছে। সচল হচ্ছে বাণিজ্যিক কর্মকাণ্ড। এতে ইস্পাতের স্থানীয় চাহিদা বেড়েছে। চাহিদা পূরণে দেশটি চলতি মাসে রফতানি কমিয়ে দিয়েছে। আগামী আসেও রফতানি কমবে। মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান কেয়ার রেটিংয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে ভারত ১২ লাখ ৪০ হাজার টন ইস্পাত রফতানি করেছিল। জুনে রফতানি কমে ১০ লাখ টনে নেমে এসেছে। রফতানি হ্রাসের হার ৩০ শতাংশ। আগামী জুলাইয়ে রফতানির পরিমাণ আরো কমে ৭ লাখ ৫০ হাজার টনে দাঁড়াবে।
স্থানীয় চাহিদা বৃদ্ধি, চীন থেকে ক্রয়াদেশ কমে যাওয়া ও এশিয়ার দেশগুলোতে চাহিদার নিম্নমুখিতার কারণে আগামীতে রফতানি আরো কমতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি।
মে মাসে ভারতে উৎপাদিত পরিশোধিত ইস্পাতের ১৫ শতাংশ বিশ্ববাজারে সরবরাহ করেছে। ওই মাসে দেশটি পরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে ৭৮ লাখ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ৮ শতাংশ বেশি।