ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৬:২২ অপরাহ্ন

রামেকে করোনায় একদিনে আরও ১৬ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং ঝিনাইদহের একজন রয়েছেন। মৃতদের মধ্যে ৮ জন করোনা পজেটিভ, উপসর্গ নিয়ে ৭ জন এবং একজন করোনা নেগেটিড হয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৪৪ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১০ জন। এর মধ্যে রাজশাহীর ২৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬০ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার ৯ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ২ জন রয়েছেন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৫৭টি নমুনা পরীক্ষায় ১৫১ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৪ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ৯৭ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২৫ দশমিক ৭৭ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ