ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘রোটারি ক্লাব’র নির্বাচন ২০২১-২২ সম্পন্ন হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আক্তার হোসেন আজাদ সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২১-২২ রোটাবর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় উভয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সারাবিশ্বের ন্যায় আগামী ১ জুলাই রাত ১২টায় স্বংয়ক্রিয়ভাবে তারা স্ব স্ব পদে দায়িত্বপ্রাপ্ত হবেন। নবনির্বাচিত সভাপতি-সম্পাদক পরামর্শক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি ইমরান নাজির ও সাবেক সহ-সভাপতি শারমিন আক্তার। এছাড়া নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম।
সংগঠনে দায়িত্বপ্রাপ্তির পর কাজ সম্পর্কে জানতে চাইলে আক্তার হোসেন আজাদ বলেন, রোটার্যাক্ট ক্লাব ইসলামিক ইউনিভার্সিটিকে একটি মডেল সংগঠনে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। সংগঠনের সদস্যদের প্রযুক্তির দক্ষতা অর্জন, ক্যারিয়ার গঠনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাব। সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পালনের মাধ্যমে সবাইকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’