ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

করোনায় দেশে বাণিজ্যে কোনো প্রভাব নেই : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, করোনায় দেশে বাণিজ্যে কোনো প্রভাব নেই। প্রাণঘাতী করোনাকে রুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে শিল্প কলকারখানাগুলো চালু রয়েছে। এরপরও করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বৃহস্পতিবার দুপুরে রংপুরের কাউনিয়ায় উপজেলা পরিষদের আয়োজনে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আমদানি এবং রপ্তানি অব্যাহত রয়েছে। দেশের বাণিজ্য অঞ্চলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ছোট-বড় সব শিল্প কলকারখানা চালু রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের মানুষ যেন অসহায় হয়ে না পড়ে সেজন্য কর্মহীন মানুষদের সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ এবং অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, প্রাণঘাতী করোনা মহামারি প্রতিরোধে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। তাহলে বৈশ্বিক মহামারি করোনা দেশে কোনো প্রভাব ফেলতে পারবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, শহীদবাগ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম প্রমুখ।

এর আগে বাণিজ্যমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে উপজেলায় হারাগাছ, সারাই, টেপামধুপুর, কুর্শা, শহীদবাগ, বালাপাড়া ইউনিয়ন ও হারাগাছ পৌরসভায় এক হাজার ৬১০ জন অসহায়-দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি এবং পাঞ্জাবি বিতরণ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ