ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

চীনের টিকা পাবেন মেডিকেল শিক্ষার্থীরা

চীন সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনা টিকা প্রথমেই দেওয়া হবে বিভিন্ন মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক ও অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক মো. নাজমুল ইসলাম গনমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

জানা গেছে, এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা দুই লাখের কম। বাকি টিকা কারা পাবেন তা চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) একজন কর্মকর্তা বলেন, টিকার বিষয়ে আজ সোমবার সভা হওয়ার কথা আছে। চীনের টিকা শিক্ষার্থীরা ছাড়া আর কাদের দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে সেরাম ইনস্টিটিউটের টিকার প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের চীনের টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়ার সম্ভাবনা নেই।

এ পর্যন্ত ৫৮ লাখ ১৯ হাজারজন প্রথম ডোজ টিকা পেয়েছেন। এর মধ্যে ৩৭ লাখ ৮৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। টিকা প্রয়োগের সময় কিছু নষ্ট হয়েছে। এখন যে পরিমাণ টিকা আছে তা দিয়ে সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হবে না। অপেক্ষায় থাকবেন আরও প্রায় ১৫ লাখ মানুষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ