ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে হবে করোনা চিকিৎসা

রাজধানীর চাঁনখারপুলে ৫০০ শয্যাবিশিষ্ট শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনা রোগীদের চিকিৎসার জন্য দ্রুত প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালে সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়ায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট-এ (কোভিড-১৯) সংক্রমিত রোগীর চিকিৎসা সেবা কার্যক্রম চালু করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়া বিষয়টি প্রজ্ঞাপনে অতীব জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ