ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন

বুধবার করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও করোনাভাইরাসের টিকা নিতে যাচ্ছেন। বুধবার রাষ্ট্রপতি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নেবেন।‘

কোভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার।

মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ