মহাসড়ক অবরোধ করে বাসে আগুন ববি শিক্ষার্থীদের

10

গভীর রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধড়ক মারধর করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বাসে অগ্নিসংযোগ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

গতকাল রাত দেড়টার সময় বরিশালের রুপাতলি হাউজিং এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে জানান শিক্ষার্থীরা। ঘটনার প্রতিবাদে রাতেই রাস্তা অবরোধ করে ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা। এরপর আজ ভোর ৭টা থেকে এখনো চলছে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি।

দোষীদের আইনের আওতায় না আনলে সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। রাস্তায় সমস্ত যান চলাচল বন্ধ রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কীর্তনখোলা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক বসেছেন।