ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৫:৪১ অপরাহ্ন

সারাদেশে ১ হাজারের বেশি টিকাদান কেন্দ্র প্রস্তুত

আগামীকাল রোবাবার (৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে গণহারে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এরই মধ্যে সারাদেশে এক হাজারের বেশি টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে গণহারে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের প্রস্ততি নিয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, দেশজুড়ে করোনার ভ্যাকসিন প্রয়োগের সকল প্রস্তুতি শেষ হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের জন্য দেশের সব কেন্দ্রগুলো এখন প্রস্তুত। তাদের সাথে সর্বদা যোগাযোগ রয়েছে। কোনও ধরণের সমস্যা হলেই দ্রুত সমাধান করা হবে।

অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, গণহারে করোনার ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনেই টিকা নিবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রিপরিষদের অনেক সদস্য। এছাড়া সরকারি অনেক কর্মকর্তা এদিন টিকা নিবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে গত ২৭ জানুয়ারি প্রাথমিকভাবে করোনাভাইরাসের টিকা কার্যক্রম হয়। ওই দিন বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা। এ সময় চিকিৎসক, পুলিশ ও সেনাবাহিনীসহ পর্যায়ক্রমে আরও ২৯ সম্মুখযোদ্ধার দেহে করোনার টিকা প্রয়োগ করা হয়।

এর আগে গত ২১ জানুয়ারি ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন ঢাকা পৌঁছায়।

গত ২৫ জানুয়ারি সকাল ১১টার দিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারের কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ৫০ লাখ ডোজ দেশে পৌঁছায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ