ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

ঢাবির সাড়ে ৭ কোটি টাকা আর্থিক অনিয়ম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি ) ২০১৩-১৪ অর্থবছরে ৭ খাতে সাড়ে ৭ কোটি টাকার অনিয়ম পেয়েছে হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। নিয়ম না থাকার পরেও শিক্ষক-কর্মচারীদের আয় করের অর্থ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে পরিশোধসহ ৭ খাতে অনিয়ম পাওয়ায় অডিট আপত্তি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে কয়েকটি আপত্তি সমাধানের জন্য সময়ও বেধে দেওয়া হয়েছে।

মোট ৭টি অডিট আপত্তির নথি থেকে দেখা গেছে, এর সঙ্গে জড়িত অর্থের পরিমাণ ৭ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ টাকা। যার মধ্যে ২০১৩-১৪ অর্থবছরে শিক্ষক-কর্মচারীদের আয় করের অর্থ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে পরিশোধ করায় এক কোটি ৭০ লাখ তিন হাজার ৭৮১ টাকার অডিট আপত্তি দিয়েছে হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।

কার্যপত্র থেকে জানা গেছে, ওই অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে শিক্ষক-কর্মচারীদের আয়কর পরিশোধ করায় অডিট দপ্তর থেকে বলা হয়েছে, বিধিগত সুযোগ না থাকার পরেও এমন আয়কর পরিশোধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন লংঘন এবং আর্থিক শৃঙ্খলা ভঙ্গ করেছে।

কমিটির সদস্য আব্দুস শহীদ বৈঠক শেষে বলেন, যেসব অডিট আপত্তি এসেছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। কমিটি জড়িত অর্থ আদায়ে সময় বেঁধে দিয়েছে এবং কয়েকটি আপত্তি নিষ্পত্তি করতে কমিটি গঠন করতে বলেছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, আয়কর পরিশোধ বাবদ সরকারি অর্থের ক্ষতি মেটানোর জন্য আগামী তিন মাসের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা থেকে টাকা কেটে নিতে বলেছে হিসাব কমিটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ