ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

করোনায় প্রাণিসম্পদ কর্মকর্তার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুর খবর মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের স্টাফ হাবিবুর রহমান নিশ্চিত করেন।

তিনি জানান, মজিবুর রহমান ২০ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হলে তাঁকে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বিএসএমএমউইতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান।

ডা. মজিবুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সোনারামপুর গ্রামে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততি, পরিবার-পরিজন ও ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মজিবুর রহমানের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ