ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন

শ্রমবাজার খুলছে আরব আমিরাতে

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত তাদের শ্রমবাজার খুলে দিচ্ছে। জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

একাদশ জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে রোববার রাষ্ট্রপতির দেয়া ভাষণের ওপর ধন্যবাদ বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রবাসীদের কল্যাণে সরকারের উদ্যোগ নিয়ে মন্ত্রী বলেন, ‘করোনাকালীন দেশে ফেরত আসা প্রবাসীরা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পেয়েছেন। আমরা বিমানবন্দরে অসহায় প্রবাসীদের তিন কোটি টাকার নগদ সহায়তা বিতরণ করেছি।’

তিনি বলেন, ‘আগে বিদেশে কোনো বৈধ প্রবাসী মারা গেলে আমরা তার পরিবারকে তিন লাখ ৩৫ হাজার টাকা সহায়তা দিতাম। করোনা শুরুর পর থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে বৈধ-অবৈধ সব প্রবাসীকেই এই সহায়তা দেয়া হচ্ছে।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, এখন দেশে আসা প্রবাসীদের আবার পাঠানো মন্ত্রণালয়ের প্রধান কাজ। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে।

ইমরান আহমেদ বলেন, ‘আমরা প্রথমে ফেরত আসা প্রবাসীদের দক্ষতা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছি। তাদের ঋণ দেয়া শুরু করেছি। আমরা নতুন শ্রমবাজারের সন্ধানে বিভিন্ন দেশে ছুটে যাচ্ছি।

‘ইউক্রেন, বলিভিয়া, রোমানিয়া, সিসিলিজ, উজবেকিস্তান, এমনকি চীনেও আমরা যাচ্ছি। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব অমিরাত তাদের শ্রমবাজার খুলে দিচ্ছে।’

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার জোরালো ভূমিকা রাখছে বলেও সংসদে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘করোনায় বিশ্বের প্রায় সব দেশেরই অর্থনীতি গতি হারিয়েছে। এর প্রভাব পড়ছে তাদের শ্রমবাজারগুলোতে, যার ধাক্কা এসে লেগেছে প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশ সরকার এ ধাক্কা সামলাতে প্রবাসীদের পাশে আছে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ