ফল প্রকাশের মধ্য দিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মহামারিকালীন দীর্ঘ অনিশ্চয়তার অবসান হয়েছে। ২০২০ সালের এইচএসসি পরীক্ষাটি আয়োজন করতে না পারায় পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীকেই দেওয়া হয়েছে অটোপাস। শনিবার (৩০ জানুয়ারি) ফল প্রকাশের পর এর প্রক্রিয়া নিয়ে নানা মহলে চলছে নানা প্রশ্ন! এর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে সেটি হলো— ‘এই পরীক্ষার ফল মূল্যায়ন কীভাবে হলো?’
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ফল মূল্যায়নে তারা আগেই কিছু মাণদণ্ড তৈরি করেছিল। যার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ফলাফল। মোটা দাগে বললে, এসএসসির ৭৫ শতাংশ নম্বর এবং জেএসসির ২৫ শতাংশ নম্বরে হয়েছে ফল মূল্যায়ন।
