প্রেসিডেন্ট আবদুল হামিদের সাথে সোমবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে যান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী করোনাভাইরাস মহামারী রোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।

দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিতে সরকারের নেয়া নানা উদ্যোগ সম্পর্কেও প্রেসিডেন্টকে জানানো হয়।
প্রেসিডেন্ট সাক্ষাতে মহামারী রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের প্রশংসা করেন বলে জানান প্রেস সচিব।
প্রেসিডেন্ট হামিদ আশা প্রকাশ করেন, দেশের উন্নয়নের ধারা প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বে অব্যাহত থাকবে।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সংসদে ভাষণ দেয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান স্পিকার।
তিনি সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন।
সংবিধানের বিধান অনুযায়ী প্রেসিডেন্ট হামিদ সোমবার সংসদে বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন।