আজ রোববার (১৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০ কোম্পানির প্রায় ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- এসকে ট্রিমস, রবি আজিয়াটা, গ্রামীণফোন, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিএটিবিসি, বিডিকম অনলাইন, বিডি ফিন্যান্স,বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিবিবি পাওয়ার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, লংকাবাংলা ফিন্যান্স, মতিন স্পিনিং, এম.এল ডাইং, এনসিসি ব্যাংক, রবি, এসএস স্টিল ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিগুলোর ৫৩ লাখ ১৬ হাজার ৪৪৩টি শেয়ার ৩১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৫ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৩২ লাখ ৬৬ হাজার টাকার রবি আজিয়াটার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।
