ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইওর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৪ জানুয়ারি রোজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সদ্যবিদায়ী ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস ও মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সালাম, মো. মিজানুর রহমান ভূঁইয়া ও মিফতাহ উদ্দীন এবং ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।

পরে তাঁরা সুরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরক্টর ও সিইও বঙ্গবন্ধু ভবন রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ