ঢাকা সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
নামগুলো হলো:

ড. আব্দুস শহীদ এমপি, কবি আফম ইয়াহিয়া চৌধুরী সচিব অবঃ সি এম, কয়েস সামী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কাজী ফারুক বাবুল সংগীত লিজেন্ড, মেজর অবঃ নুরুল মান্নান চৌধুরী, সংস্কৃতিজন ড. জালাল আহমদ পরিচালক বাংলা একাডেমী, কবি আনজির লিটন প্রাঃ পরিচালক।
শিশু একাডেমী সেন্ট্রেল কমিটি মীর লিয়াকত -চেয়ারম্যান; মাহমুদা আখতার মীনা অবঃ অতি সচিব, কো-চেয়ারম্যান; কাজী তোফায়েল সিনিয়র সাংবাদিকঃ -মহাসচিব এমাদ রনি কন্ঠশিল্পীঃ- যুগ্ম মহাসচিব এক্সিকিউটিভস, কবি জেসমীন মুন্নী শিক্ষক সাহিত্যিক, খালেকুর রহমান বীর মুক্তিযোদ্ধা, মানিক শিকদার প্রযোজক, একুশে টিভি রূপক চৌধুরী, কন্ঠশিল্পী রিয়াজুল ইসলাম মুক্তি, চিত্রগ্রাহক বৈাশাখী টিভি রুখসানা নুর, সংগঠক কবি সৌমিত্র দেব সাংবাদিক, সংগঠক কবি চন্দনকৃষ্ণ পাল ছড়াকার, সম্পাদক বিপাস চন্দ্র বিশ্বাস, প্রকাশক জলি আশরাফি কন্ঠশিল্পী, কবি বিধান ঘোষ কন্ঠশিল্পী।
