ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ন

গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০ এখন সারাদেশে পাওয়া যাচ্ছে

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি এক গ্র্যান্ড অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে বাজারে তাদের গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০ নিয়ে এসেছে। শক্তিশালী হেলিও জি৮৫ গেমিং প্রসেসরের পাশাপাশি এতে আছে ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি এবং ১৮ ওয়াটের টাইপ সি কুইক চার্জ। যার বাজারমূল্য মাত্র ১৩,৯৯০ টাকা।

২৯ ডিসেম্বর বিশেষ অফারে জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজে ফার্স্ট অনলাইন সেলে মাত্র ২ মিনিটের ভেতরে ফোনটির ২,০০০ ইউনিট বিক্রি হয়। এরই মাধ্যমে রিয়েলমি নারজো ২০ দারাজে বিক্রি হওয়া দ্রুততম গেমিং স্মার্টফোনের খেতাব অর্জন করেছে। ফোনটি এখন সারাদেশে রিয়েলমির প্রতিটি ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে।

রিয়েলমি নারজো ২০ এর শক্তিশালী প্রসেসর, এআরএম মালি-জি৫২ জিপিইউ ও ৪ গিগাবাইট র‍্যামের সাথে মিলে ২.০ গিগাহার্টজ পর্যন্ত বিস্ময়কর গতিতে কাজ করতে পারে এবং অতুলনীয় গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। আনতুতু বেঞ্চমার্কে রিয়েলমি নারজো ২০ এর গেমিং স্কোর ২ লাখেরও বেশি!

৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরায় ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যাবে। ক্যামেরা সেটাপে আরো আছে ১১৯-ডিগ্রির ৮ মেগাপিক্সেলে আল্ট্রা ওয়াইড ক্যামেরায় লেন্স ও একটি আল্ট্রা-ম্যাক্রো লেন্স। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় এআই বিউটফকেশন, এইচডিআর মোড, পোর্ট্রেট মোড ও প্যানোসেলফি মোডে তোলা যাবে অনন্য সব সেলফি। এছাড়াও আছে ১০৮০ পিক্সেলে ফুল-এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধা। বিশাল ব্যাটারিতে ১১ ঘন্টার বেশি নিরবচ্ছিন্ন অনলাইন গেম খেলা যাবে। ৮৮.৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর মিনি ড্রপ ৬.৫-ইঞ্চি বড় ডিসপ্লে দিবে চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্স।

অন্যদিকে, রিয়েলমি’র চিফ ট্রেন্ড অফিসার রিয়েল মিয়াও বিশ্বব্যাপী ফ্যানদের থেকে শুভেচ্ছা গ্রহণ করে সেগুলো নিয়ে মহাকাশে যাবার প্রস্তুতি নিচ্ছে। ২০২০-কে বিদায় বলার মাধ্যমে ২০২১-কে স্বাগতম জানিয়ে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছে রিয়েল মিয়াও।
সিলভার সোর্ড ও ব্লু ব্লেড – এ দুটি আকর্ষনীয় রঙে ট্রেন্ডসেটিং রিয়েলমি ইউআই-এ রিয়েলমি নারজো ২০ এখন দেশব্যাপী প্রতিটি রিয়েলমি ব্র্যান্ড শপে পাওয়া যাচ্ছে। সারাদেশে এখন রিয়েলমির ২০০টিরও বেশি ব্র্যান্ড শপ আছে। নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ড শপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক: https://realmebd.com/brandshop/

ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের পাওয়ার এবং স্টাইল এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল।

চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ