ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৭:০১ অপরাহ্ন

ওয়ালটনের ব্র্যান্ডিংয়ে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কৃত

বিক্রয়োত্তর সেবা অটোমেশনের আওতায় আনতে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। সারা দেশে ব্যাপক প্রচার-প্রচারণায় চলছে ওয়ালটনের ওই ক্যাম্পেইন। এখন চলছে ক্যাম্পেইনের সিজন-৮। আকর্ষণীয় ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্য বিক্রিতে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগানোয় ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং ক্রয়কৃত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাঙ্খিত সেবা পাচ্ছেন গ্রাহক। এ কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৮ এর আওতায় ফ্রিজ, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে রয়েছে ৫০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার। আছে ফ্রিজ, টিভি, এসিসহ অসংখ্য ফ্রি পণ্য। অক্টোবরের ১ তারিখ থেকে এসব সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

এ উপলক্ষে রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড-২০২০’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ওই ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রেজওয়ানা নিলু ও এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, হুমায়ূন কবীর, আরিফুল আম্বিয়া, মো. রায়হান, ড. সাখাওয়াৎ হোসেন, আমিন খান ও আনিস মল্লিক, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স-এর সিইও প্রকৌশলী আল ইমরান, অপারেটিভ ডিরেক্টর শহিদুজ্জামান রানা ও সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ।

আনন্দঘন পরিবেশে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। এসময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন ওয়ালটনের অর্ধশতাধিক ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধি। ব্র্যান্ডিং সফলতা মূল্যায়নের ক্ষেত্রে সিজন-৮ এ দেওয়া বিভিন্ন সুবিধার পাশাপাশি করোনাভাইরাস নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ