ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

কক্সবাজারে আকাশে ভেসে রেস্টুরেন্টে খাবার খাবে পর্যটকরা

ফেব্রুয়ারি থেকে কক্সবাজারে শূন্যে ভেসে খাবার উপভোগ করতে পারবেন পর্যটকরা। সুগন্ধা সৈকতের কাছে পর্যটকদের এই সুযোগ দিতে ১ ফেব্রুয়ারি থেকে “ফ্লাই ডাইনিং” নামের একটি রেস্তোরাঁ চালু হতে যাচ্ছে।

এ নিয়ে ইয়োর ট্রাভেল নামের একটি বহুজাতিক কোম্পানি এবং রেস্তোরাঁর জমির মালিক জোবায়ের চৌধুরী মানিকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

ইয়োর ট্রাভেলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রেস্তোরাঁয় পর্যটকরা ভূমি থেকে ১৫০ ফুট ওপরে ভেসে থেকে তাদের খাবার গ্রহণ করতে পারবেন।

জানা গেছে, আকাশে ভাসমান অবস্থায় একটি টেবিল ঘিরে ২২টি চেয়ার থাকবে। আর খাবারের মেন্যু ও দাম কেমন হবে তা পরে জানিয়ে দেয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ