ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

করোনা: গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫ ও আক্রান্ত ২৫২৫ জন

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ১৫ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৫ জন; যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬৪৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬ হাজার ৪৯৩২ জন হল।

গত এক দিনে আরও ২ হাজার ৫৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৮০ হাজার ৭১১ জন হয়েছে।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ