ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

অ্যাডফিয়াপ অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স ফিলিপাইনভিত্তিক সংস্থা দ্য অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (অ্যাডফিয়াপ) ‘আউটস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড’ লাভ করে। প্রযুক্তিগত উদ্ভাবন দিয়ে সাপ্লাই চেইন ফাইন্যান্সে নতুন দিগন্ত উম্মোচনের মাধ্যমে নিজ দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় এ স্বীকৃতি পেয়েছে আইপিডিসি।

অ্যাডফিয়াপ অ্যাওয়ার্ডসের ৫ম ক্যাটেগরি টেকনোলজি ডেভেলপমেন্টের আওতায় ‘সাপ্লাই চেইন ফাইন্যান্স’ প্রকল্পে প্রযুক্তিগত উন্নয়নের স্বীকৃতিস্বরূপ আইপিডিসি এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত ৪৩তম অ্যাডফিয়াপ ভার্চুয়াল বার্ষিক সভায় এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

নিজ দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ১৯৯৭ সাল থেকে অ্যাডফিয়াপ তার সংগঠনের সদস্য ব্যাংক বা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি জানিয়ে এ অ্যাওয়ার্ড দিয়ে আসছে।

উল্লেখ্য, গত বছর অ্যাডফিয়াপার ‘আউটস্ট্যান্ডিং সিইও অ্যাওয়ার্ড’ এর স্বীকৃতি পান আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম।

এ বিষয়ে আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম বলেন, অ্যাডফিয়াপার এ পুরস্কার শুধু আমাদের বিশেষ মর্যাদা প্রদান করে তাই না, একই সঙ্গে সাপ্লাই চেইন ফাইন্যান্সের সামগ্রিক উন্নয়নে সাপ্লাই চেইন ফাইন্যান্স ইকো-সিস্টেম তৈরি করার আমাদের যে লক্ষ্য সেটিকেও স্বীকৃতি দেয়। এ ধরনের প্রকল্প বাংলাদেশে এটিই প্রথম। আমরা বিশ্বাস করি, এর ফলে, দেশের ব্যবসায়িক পরিবেশের আরও উন্নয়ন ও বাজার সম্প্রসারণ সম্ভব হবে এবং আগামী পাঁচ বছরে ‘অর্জন’-এর মাধ্যমে ২ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে যা বয়ে আনবে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন। আমরা আগামীতে পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য এ প্ল্যাটফর্মটি উম্মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি। বিজ্ঞপি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ