ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

ক্রিকেটকে বিদায় বললেন ক্যারিবীয় ব্যাটসম্যান

পেশাদার ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিলেটে ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান।

২০০০ সালে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন স্যামুয়েলস। একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় এই মারকুটে ব্যাটসম্যানের। ভূমিকাটা ব্যাট হাতে দলকে জেতানোর পাশাপাশি দলের প্রয়োজনে বল হাতেও ব্রেক থ্রু এনে দেয়ার ক্ষমতা ছিল তার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একাধিক আসরে খেলেছেন ৩৯ পেরুনো এই ব্যাটসম্যানকে।

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মোট ৭১টি ম্যাচ খেলেছেন স্যামুয়েলস। ব্যাট হাতে ৭টি শতক ও ২৪টি অর্ধশতকে করেছেন মোট ৩৯১৭ রান। নিয়েছেন ৪১টি উইকেট। ২০৭টি ওয়ানডেতে করেছেন মোট ৫৬০৬ রান, হাঁকিয়েছেন ১০টি শতক ও ৩০টি অর্ধশতক। বল হাতে নিয়েছেন ৮৯টি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও রেখেছেন অসামান্য অবদান। দুই আসরেই দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন স্যামুয়েলস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৬৭টি ম্যাচে ১৬১১ রান করেছেন, দখল করেছেন ২২টি উইকেট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ