চেন্নাই সুপার কিংসের মরু শহরের আইপিএল যাত্রা শেষ হতেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শেন ওয়াটসন৷ সেই সঙ্গে আইপিএলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি সুপার কিংসের সঙ্গে তার তিন বছরের সম্পর্কে ইতি পড়ল৷
চলতি আইপিএলে সুপার কিংসের জার্সিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধেই শেষ প্রতিযোগিতামুলক ম্যাচে নেমেছিলেন ৩৯ বছরের এই অজি ব্যাটসম্যান৷ গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে দারুণ খেলেছিলেন ওয়াটসন৷ কিন্তু এবারের আইপিএলে দু’টি একটি ম্যাচ ছাড়া সেরাটা দিতে পারেননি এই অজি তারকা৷

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, রবিবার কিংস ইলেভেন ম্যাচের পর সব ধরণের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করেন ওয়াটো৷ সেই কারণে শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে হারানোর পর সিএসকে ড্রেসিংরুম ছিল আবেগপ্রবণ৷ চেন্নাই সুপার কিংসের মতো ফ্র্যাঞ্চাইজিতে খেলাটা তাঁর কাছে সৌভাগ্যের বলেও জানান ওয়াটসন৷
আন্তর্জাতিক ক্রিকেট থেকে চার বছর আগে অর্থাৎ ২০১৬ সালে অবসর নিয়েছিলেন অজি এই তারকা ক্রিকেটার৷ তবে আইপিএলে খেলেছিলেন তিনি৷ রাজস্থান রয়্যালসের হয়ে দীর্ঘদিন ধরে খেলার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ২০১৮ আইপিএলে সিএসকে-তে নাম লেখান ওয়াটসন৷ প্রথম বছরেই সুপার কিংসের জার্সিতে দারুণ পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা নিয়েছিলেন৷ ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি করে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন৷
গত আইপিএলে সুপার কিংসের ফাইনালে ওঠার পথে বড় ভূমিকা নিয়েছিলেন ওয়াটো৷ ২০১৯ আইপিএল ফাইনালে সিএসকে-কে প্রায় চ্যাম্পিয়ন করিয়ে দিয়েছিলেন৷ কিন্তু মাত্র এক রানে হেরে হিরো হতে পারেননি ডানহাতি এই অজি ব্যাটসম্যান৷

গত দু’টি মরশুমে সুপার কিংসের হয়ে যথাক্রমে ৫৫৫ ও ৩৯৮ রান এসেছিল ওয়াটসনের ব্যাট থেকে৷ তবে চলতি মরশুমে ১১ ইনিংসে ২৯৯ রান করেন তিনি৷ রবিবার কিংস ইলেভেনের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান ওয়াটসন৷
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অল-রাউন্ডার হলেন ওয়াটসন৷ আইপিএল কেরিয়ারে ১৪৫টি ম্যাচে ৩৮৭৪ রান এবং ৯২টি উইকেট নেন৷ ২০০৮ উদ্বোধনী আইপিএলে রাজস্থান রয়্যালসের চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন তিনি৷ ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ওয়াটসন৷ সূত্র: কলকাতা ২৪x 7