পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জিলবাংলা সুগার লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে ১৪ অক্টোবর থেকে আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, জিলবাংলা সুগার মিলসের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে গত ১৫ সেপ্টেম্বর থেকে পুঁজিবাজারে এই শেয়ারের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল।
তখন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছিলেন, “পুঁজিবাজারের স্বার্থে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারের লেনদেন বন্ধ করে দেওয়া হল।”
