সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় পতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন লেনদেনের প্রথম আধা ঘণ্টায় শেয়ারবাজারে পতনের আভাস পাওয়া যায়। লেনদেন শুরুর পর ১৫ মিনিট যেতে না যেতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আধা ঘণ্টার লেনদেনে ১২ পয়েন্ট কমে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের প্রবণতা। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে এক হাজার ৬৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের এ পতনের দিনে ডিএসইতে অংশ নেয়া ৮০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২৩৯ প্রতিষ্ঠান এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিডি ফাইন্যান্স, ওয়ালটন হাউটেক ইন্ডাস্ট্রি, পূরবী জেনারেল ইন্সু্যরেন্স, বেক্সিমকো, এক্সিপ্রেস ইন্সু্যরেন্স এবং সন্ধানী লাইফ ইন্সু্যরেন্স।
অপরদিকে চট্টগাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৪৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭২ প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। কমেছে ১৭৯টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
