ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে আইসিবিসহ সরকারি ৪ ব্যাংকের সঙ্গে বিএসইসির বৈঠক

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সহ (আইসিবি) সরকারি ৪ ব্যাংকের (সোনালি, রূপালি, অগ্রনি ও জনতা ব্যাংক) প্রধান অর্থ কর্মকর্তাদের (সিএফও) সঙ্গে বৈঠক করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন দল।
রবিবার (১১ অক্টোবর) বিকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, নির্বাহি পরিচালক মাহবুবুল আলম ও মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারি ৪ ব্যাংক ও আইসিবির সিএফওদের সঙ্গে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি বৈঠক হয়। এতে প্রতিষ্ঠানগুলোর সিএফওরা তাদের প্রতিষ্ঠানের বিনিয়োগ বাড়াবেন বলে জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার বিশেষ ফান্ড বিনিয়োগের কথা বলেছেন।
এছাড়া ব্যাংকগুলোসহ আইসিবি নিজস্ব ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের পোর্টফোলিওর মাধ্যমে কিভাবে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে। এক্ষেত্রে কমিশনের কোন সহযোগিতা লাগলে, তা করা হবে।
এবং বিনিয়োগ বাড়ানোর জন্য ৫টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করবেন জনতা ব্যাংকের সিএফও একেএম শরীয়ত উল্লাহ। তিনি আগামি ২-৩ মাস সমন্বয় করে বিনিয়োগ বাড়ানোর জন্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এরপরে পর্যায়ক্রমে অন্যরা এ দায়িত্ব পালন করবেন বলেও জানা গেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন