ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৩:০০ অপরাহ্ন

২৫ বিমা কোম্পানিকে আইপিওতে আসতে আইডিআরএর তাগিদ

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের জন্য ২৬টি বিমা কোম্পানিকে তাগিদ দিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর মধ্যে এক্সপেস ইন্সু্যরেন্স ইতোমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। সে হিসাবে অ-তালিকাভুক্ত বিমা কোম্পানি রয়েছে ২৫টি।

সম্প্রতি এই ২৫ বিমা কোম্পানিকে আইপিওতে নূ্যনতম অর্থ উত্তোলনের ক্ষেত্রে ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ৭ অক্টোবর আইডিআরএ থেকে পাঠানো তাগিদপত্রে বলা হয়, ২৫ বিমা কোম্পানিকে ফিক্স প্রাইস মেথডের মাধ্যমে আইপিওতে ৩০ কোটি টাকা উত্তোলনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে এই ২৬ কোম্পানি ফিক্স প্রাইস মেথডে আইপিওতে সর্বনিম্ন ১৫ কোটি টাকা বা তার বেশি মূলধন উত্তোলন করতে পারবে।

এ পরিস্থিতিতে ২৫ বিমা কোম্পানিকে শিগগিরই ফিক্স প্রাইস মেথডের মাধ্যমে আইপিওতে মূলধন উত্তোলন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ছাড় পেল যে ২৫ কোম্পানি- বায়রা লাইফ, গোল্ডেন লাইফ, হোমল্যান্ড লাইফ, সানফ্লাওয়ার লাইফ, বেস্ট লাইফ, চার্টার্ড লাইফ, এনআরবি গেস্নাবাল লাইফ, পোটেক্টিভ ইসলামী লাইফ, সোনালী লাইফ, জেনিথ ইসলামী লাইফ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন