ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন

ঢাকা-১৮ জাহাঙ্গীর, সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা-১৮ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন এসএম জাহাঙ্গীর এবং সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাছানকে ঢাকা-১৮ ও আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে সিরাজগঞ্জ-১ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আর মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই দুই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

আগামী ১২ নভেম্বর এ দুই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী এ দুই আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর।

দুই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন