ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ন

বড় আকারের বিনিয়োগেে যাচ্ছে ম্যারিকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বড় আকারের বিনিয়োগে যাচ্ছে। কোম্পানিটি তার উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এই বিনিয়োগ করবে।

বিনিয়োগ পরিকল্পনা অনুসারে বর্তমান প্রকল্পের উৎপাদনসক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন কারখানা স্থাপন করা হবে। পর্যায়ক্রমে সেখানে ২২৭ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

আজ বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন