দেশের অন্যতম বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে স্টার গ্রাহকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এ উদ্যোগের আওতায় জিপি স্টার গ্রাহকরা অনলাইন ও স্টোরে গিয়ে পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন। এ সংকটকালীন সময়ে বাঙালি জাতির সর্বজনীন এ উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের বিভিন্ন অংশীদারদের সাথে যুক্ত করার মাধ্যমে বিভিন্ন অফারের সুবিধা গ্রহণের সুযোগকরে দিবে গ্রামীণফোনের এ উদ্যোগ। নতুন এ অফারে পোশাক ও জুতা ক্রয়ের ক্ষেত্রে জিপি স্টার গ্রাহকরা বিশেষ ছাড় সুবিধা উপভোগ করবেন। পুরুষ ও বাচ্চাদের পোশাক ও অন্যান্য অ্যাকসেসরিজ ক্রয়ে মেনজ ক্লাব জিপি স্টার গ্রাহকদের দিবে ২০ শতাংশ মূল্য ছাড়। অন্যদিকে কেজেড ইন্টারন্যাশনাল পোশাক ক্রয়ে ক্রেতাদের দিবে ১০ শতাংশ মূল্য ছাড়। এছাড়া গ্রামীণফোনের অন্যান্য অংশীদারগণও জিপি স্টার গ্রাহকদের সকল পণ্যে ছাড় সুবিধা দিবে। আদি থেকে জিপি স্টার গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়, ভাইব্র্যান্ট দিবে ১৫ শতাংশ ছাড়, বোলিং ফুটওয়্যার দিবে ১৫ শতাংশ ছাড়, মিরর লাইফস্টাইল দিবে ১২ শতাংশ ছাড়, লোটো দিবে ২০ শতাংশ ছাড়, জিওর্দানো দিবে ২২ শতাংশ ছাড় এবং ওরিয়ন ফুটওয়্যার দিবে ১২ শতাংশ ছাড়। জিপি স্টার গ্রাহকদের জীবনধারায় ভিন্ন মাত্রা যোগ করতে ও তাদের ব্যতিক্রমী সেবা প্রদানে বিভিন্ন খাতের একাধিক ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করেছে গ্রামীণফোন। বিজ্ঞপ্তি