ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন

ডিএসইতে মূল্য সূচকের সাথে লেনদেনের পরিমাণও কমেছে

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৫টি কোম্পানির ৩৬ কোটি ৮২ লক্ষ ২৮ হাজার ৭৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৯৩ কোটি ৮১ লক্ষ ৮ হাজার ৭২৮ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৭.৪৯ পয়েন্ট কমে ৪৯১৬.৯৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.২৯ পয়েন্ট কমে ১৬৬৯.৩৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩.১৪ কমে ১১০৮.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- নর্দান ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ইসলামি ইন্সুরেন্স, বেক্সিমকো লিঃ, বেক্সিমকো ফার্মা, ওয়াল্টন হাই-টেক, রিপাবলিক ইন্সুরেন্স, কাট্টালী টেক্সটাইল, এফবিএফআইএফ ও এক্সপ্রেস ইন্সুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স, নর্দান ইন্সুরেন্স, ইসলামি ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্ড ফান্ড, জনতা ইন্সুরেন্স, মুন্নু সিরামিক, স্টাইল ক্রাফট ও জেমিনী সী ফুডস।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওয়াল্টন হাই-টেক, তশরিফ ইন্ডাস্ট্রিজ, সি ওন্ড এ টেক্সটাইল, কাট্টালী টেক্সটাইল, এনসিসিবিএল মিঃ ফাঃ-১, ইউনাইটেড এয়ার, আমান কটন, ইন্ট্রাকো রিফ্যুয়েলিং, ড্রাগন সোয়েটার, জিএসপি ফাইন্যান্স।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন