করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন রাজস্ব কর্মকর্তা (আরও) মারা গেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। আনোয়ার জাবেদ নামের এ রাজস্ব কর্মকর্তা ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত ছিলেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। ভ্যাট দক্ষিণ কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা তাহসিন আহসান শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চারজন রাজস্ব কর্মকর্তা মারা গেছেন।
তাহসিন আহসান জানান, রাজস্ব কর্মকর্তা আনোয়ার জাবেদ এ কমিশনারেটে কর্মরত ছিলেন। সর্বশেষ তেজগাঁও বিভাগে তার বদলি হয়েছে। কর্তব্যরত অবস্থায় তার জ্বর, কাশিসহ করোনার উপসর্গ দেখা দেয়। ঠান্ডাজনিত সমস্যায় তার নিউমোনিয়া হয়ে যায়।
তিনি জানান, নমুনা পরীক্ষার পর ২৬ সেপ্টেম্বর তার করোনা সনাক্ত হয়। অবস্থার অবনতি হলে ওইদিন তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ রাজস্ব কর্মকর্তা ১৯৬৬ সালের ২ মে ব্রাক্ষণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।
কাস্টমস ও ভ্যাট বিভাগ সূত্র জানায়, ৭ অক্টোবর পর্যন্ত কাস্টমস ও ভ্যাট বিভাগে ২৮৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এনবিআরের একজন সদস্য ও সাতজন কমিশনার রয়েছেন। মারা গেছেন ছয়জন। এর মধ্যে চারজন রাজস্ব কর্মকর্তা। দুই বিভাগের মধ্যে প্রথম ২০ মে জসিম উদ্দিন মজুমদার নামে একজন রাজস্ব কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত ছিলেন। এরপর ১২ জুন ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা খোরশেদ আলম, ১২ সেপ্টেম্বর রংপুর ভ্যাট কমিশনারেটের রাজস্ব কর্মকর্তা মো. রহমত আলী, ২০ জুন ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন শিকদার, ১৬ জুন গাড়িচালক আইয়ুব আলী মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৪৪ জন।