ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন

টানা ৭ কার্যদিবস ধরে ঊর্ধ্বমুখী কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স

টানা ৭ কার্যদিবস ধরে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর টানা বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কোম্পানির শেয়ার দর বাড়ার কারণ জানতে চাওয়া হচ্ছে না। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ১০.০০ শতাংশ বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে। এদিকে ৭ দিনে কোম্পানিটির শেয়ার দর ৬৭.০৮ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি সম্প্রতি দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন ২০২০) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১.৩৮ টাকা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিক কোম্পানিটির ইপিএস কমেছে ০.৭৪ টাকা। তা সত্তেও পাল্লা দিয়ে বিনিয়োগবারীদের অতি উৎসাহে কোম্পানির শেয়ার দর আস্বাভাবিক হারে বাড়ছে।

গত ২৮ সেপ্টেম্বর এ শেয়ারের দর ছিলো ৩১.৬০ টাকা। আর ৭ অক্টোবর এ শেয়ারের লেনদেন হয়েছে ৫২.৮০ টাকায়। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২০ টাকা বা ৬৭.০৮ শতাংশ।

ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে। সারাদিন কোম্পানির শেয়ার দর ৪৮.৯০ টাকা থেকে ৫২.৮০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৫২.৮০ টাকায় লেনদেন হয়। কোম্পানিটি মোট ৩৪ লাখ ৭৭ হাজার ৭২০টি শেয়ার ১ হাজার ৩৫২ বার হাতবদল করে। যার বাজার মূল্য ১৮ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা।

এছাড়াও টপটেন গেইনারের দ্বিতীয় স্থানে থাকা স্টাইল ক্রাফটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.৯৬ শতাংশ বেড়েছে। ফান্ডটি ১ হাজার ৭৪ বারে ৭৬ হাজার ৬৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের শেয়ার দর বেড়েছে ৯.৯২ শতাংশ। ফান্ডটি ৫৮৬ বারে ২৮ লাখ ৯৫ হাজার ১১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ গার্মেন্টসের ৯.৬৯ শতাংশ, আনোয়ার গ্যালভেনাইজিংয়ের ৯.৬৯ শতাংশ, কুইন সাউথের ৯.৬৬ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৫৮ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৬ শতাংশ ও ইভেন্স টেক্সটাইলের ৯.৬৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন