আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৫টি কোম্পানির ৪১ কোটি ৪২ লক্ষ ৪৪ হাজার ৭৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৬৭ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার ৮৮০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৭.৮১ পয়েন্ট কমে ৪৯২৮.৮৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৭৬ পয়েন্ট কমে ১৬৭৮.৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২.৮২ কমে ১১০৯.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫ টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- কন্টিনেন্টাল ইন্সুঃ, ইআইএল, বেক্সিমকো লিঃ, বিডি ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্সুঃ, সন্ধানী লাইফ ইন্সুঃ, রূপালি ইন্সুঃ, পূরবী জেনারেল ইন্সুঃ, প্যারামাউন্ট টেক্সটাইল ও নরদার্ন ইন্সুঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এইচএফএল, প্রাইম ১ আইসিবিএ, নিউ লাইন, এসইএমএলএলইসি মি.ফা., কেটিএল, বিডি ফাইন্যান্স, কন্টিনিন্টাল ইন্সুঃ, পিটিএল, মালেক স্পিনিং ও তসরীফা ইন্ডাঃ।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রিপাবলিক ইন্সুঃ, কর্নফুলি ইন্সুঃ, ই কেবলস, নিটল ইন্সুঃ, পাইওনিয়ার ইন্সুঃ, কেবিপিপিডবিøউবিআইএল, সেন্ট্রাল ইন্সুঃ, বিএনআইসিএল, এশিয়া প্যাসিফিক ইন্সু ও গ্রীন ডেল্টা ইন্সুঃ।
