ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:০৬ অপরাহ্ন

ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ বেড়েছে

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৭টি কোম্পানির ৩৬ কোটি ৬৯ লক্ষ ৩১ হাজার ৩৭৫ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৬৫ কোটি ৩৫ লক্ষ ৪৭ হাজার ৩৫৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫১.৩২ পয়েন্ট কমে ৪৯৪৬.৬৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২২.২৫ পয়েন্ট কমে ১৬৮৫.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১০.২৭ কমে ১১১২.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫ টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওয়ালটন হাইটেক, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিঃ, রিপাবলিক ইন্সুঃ, ইআইএল, সন্ধানী লাইফ ইন্সুঃ, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রূপালি ইন্সুঃ ও ব্র্যাক ব্যাংক লিঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- নরদার্ন ইন্সুঃ, ইসলামি ইন্সুঃ, এশিয়া ইন্সুঃ, কন্টিনেন্টাল ইন্সুঃ, ইআইএল, ফিনিক্স ইন্সুঃ, প্রাইম ইন্সুঃ, রিপাবলিক ইন্সুঃ, পিপলস ইন্সু ও বিএনআইসিএল।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- টুংহাই নিটিং, গোল্ডেন সন, তাল্লু স্পিনিং, কেবিপিপি ডবিøউবিআইএল, সিএনএ টেক্স, সানলাইফ ইন্সুঃ, বিডি আই, ঢাকা ডাইং, প্রাইম ১ আইসিবিএ ও ইবিএল ফার্স্ট মি. ফা.।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন