ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৮৯ কোটি ৩৭ লাখেরও বেশি

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৫টি কোম্পানির ৩৫ কোটি ৯৩ লক্ষ ২৫হাজার ৪৯৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৮৯ কোটি ৩৭ লক্ষ ৪৭ হাজার ৮৬৪টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২.৬৮ পয়েন্ট বেড়ে ৪৯৯৮.০০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.২২ পয়েন্ট কমে ১৭০৭.৫০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৩.৫৭ কমে ১১২৩.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিঃ, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, ব্র্যাক ব্যাংক লিঃ, রূপালী লাইফ ইন্সুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক জেনারের ইন্সুরেন্স, কর্ণফূলী ইন্সুরেন্স, কাট্টালী টেক্সটাইল ও রূপালী ইন্সুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তাক্কাফুল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, কর্ণফূলী ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, নর্দান ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, ইসলামি ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, নিউ লাইন ক্লথিং ও ইউনিয়ন ক্যাপিটাল।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফ্যামিলিটেক্স (বিডি), সি এন্ড এ টেক্সটাইল, এবি ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ড, প্রাইম ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল মিঃ ফাঃ, ইবিএল এনআরবি মিঃ ফাঃ, মেঘনা কনডেন্সড মিল্ক ও ফারইস্ট ফাইন্যান্স।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন