যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা হোপ হিকস করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে পরীক্ষার ফলাফলে তাদের করোনার বিষয়টি নিশ্চিত হওয়ার সংবাদ টুইটারে নিজেই জানান ট্রাম্প। খবর আলজাজিরার।
হোপ হিক্স ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। ট্রাম্পের সঙ্গে তার সংস্পর্শ ছিল। অর্থাৎ ট্রাম্পের নিকটতম সহায়ক তিনি। এছাড়া হোপ হিক্স এখনও করোনা ভাইরাস পজিটিভ বলেও জানিয়েছিলেন ট্রাম্প।
