মার্কিন নির্বাচনে প্রেসিডেন্সিয়াল বিতর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিতর্কের পদ্ধতিতেও পরিবর্তন আসছে। এরই মধ্যে সামনে এসেছে আরবি শব্দ ‘ইনশা-আল্লাহ’ উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। তার এই শব্দ উচ্চারণের পর থেকে টুইটারে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। খবর আলজাজিরার।
বাইডেনের মুখে এমন শব্দ উচ্চারণকে অনেকেই ঐতিহাসিক আখ্যায়িত করেছেন। মঙ্গলবার বাইডেনের সঙ্গে বিতর্কে ট্রাম্পের আয়কর প্রদানের বিষয়টি আলোচনায় আসে। বাইডেন এর আগে আয়কর দাখিলের তথ্য প্রকাশ করেন।

অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস ওয়ালেস বারবার চাপ দেন যে, ট্রাম্প কবে আয়কর দাখিলের তথ্য প্রকাশ করতে পারেন। উত্তরে ট্রাম্প বারবার বলতে থাকেন, আপনারা সময়মতোই তা দেখতে পাবেন। আর তখনই জো বাইডেন প্রশ্ন রেখে বলেন, কবে? ইনশা-আল্লাহ?
তবে অনেকে সন্দেহ পোষণ করে বলেন বাইডেন আরবি শব্দ না বলে ‘ইন জুলাই’ বলেছেন হয়তো।
LMAOO did Biden just say Inshallah??? IM SCREAMING pic.twitter.com/mCdmIddlzs
— zaynab (@zaynabbashirr) September 30, 2020