আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৫টি কোম্পানির ৩৭ কোটি ৬৬ লক্ষ ২৪ হাজার ৮৮৯ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৭৩ কোটি ৪৯ লক্ষ ৪০ হাজার ২৯০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩২.০৩ পয়েন্ট বেড়ে ৪৯৯৫.৩২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৪.৭১৮ পয়েন্ট বেড়ে ১৭১০.৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬.২৩ বেড়ে ১১২৬.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিঃ, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক লিঃ, কন্টিনেন্টাল ইন্সুঃ, বিডি ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্সুঃ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, নিটল ইন্সুঃ ও রিপাবলিক ইন্সুঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসইএমএল এলইসি মি. ফা., জিকিউ বলপেন, খান ব্রাদার্স পিপি, ইউনিয়ন ক্যাপিটাল, সিএপিএম আইবিবিএল মি. ফা., কন্টিনেন্টাল ইন্সুঃ, পিএইচপি মি. ফা-১, ইবিএল এনআরবি মি. ফা., ইয়াকিন পলিমার ও ইবিএল ফার্স্ট মি. ফা.।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জনতা ইন্সুঃ, এশিয়া প্যাসেফিক ইন্সুঃ, বিজিআইসি, মেঘনা লাইফ ইন্সুঃ, ইস্টল্যান্ড ইন্সুঃ, নরদার্ন ইন্সুঃ, সন্ধানী লাইফ ইন্সুঃ, তাকাফুল ইন্সুঃ, বীচ্ হ্যাচারী ও পাইওনিয়ার ইন্সুঃ।