বলিউড তারকা নোরা ফতেহি এখন দারুন ভাইরাল। কারণ, তার সঙ্গে ডান্স গুরু টেরেন্স লুইসের রিয়ালিটি শোয়ের একটি ভিডিও নিয়ে তোলপাড়া নেটদুনিয়া। ওই ভিডিওতে দেখা যায়, শোয়ের তিন বিচারক গীতা, টেরেন্স ও নোরা মঞ্চের সামনে এসে কারোর উদ্দেশ্যে নমস্কার করছেন। আর সেই নমস্কারের জন্য হাত তোলার সময় টেরেন্সের হাত হঠাৎই স্পর্শ করে যায় নোরার নিতম্ব। আর এটা নিয়েই তাৎক্ষণিক হইচই শুরু হয়ে যায়।
জানা যায়, এই ভিডিও ভাইরাল হওয়ার পর ইতোমধ্যে টেরেন্স সামাজিক মাধ্যমে একটা পোস্ট করে ঘটনার ব্যাখ্যা দেন। সেখানে নোরার কমেন্ট, ধন্যবাদ টেরেন্স ! এখনকার সময়ে মিডিয়ায় ছবি বা ভিডিওর ফটোশপ করে অনেক বিকৃতিই ঘটানো হয়। আমার খুব ভাল লাগছে যে বিষয়টা নিয়ে তুমি শান্তই থেকেছ। তুমি এবং গীতা ম্যাডাম দু’জনেই আমার কাছে অনেক শ্রদ্ধার মানুষ।

নিজের কমেন্টে নোরা আরও লিখেন – এই শোয়ের বিচারক হতে পেরে আমি খুশি। ওখানে সবার কাছ থেকে অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি। অনেক কিছু শিখেছি। খুব ভাল থাকো।