আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৬টি কোম্পানির ৩৫ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৬২২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৭৯ কোটি ৪৯ লক্ষ ৫৭ হাজার ৭৭৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩২.০১ পয়েন্ট বেড়ে ৫০০৩.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৪৭ পয়েন্ট কমে ১৭১২.৬১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৯.৪৭ বেড়ে ১১৩১.০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিঃ, সিটি ব্যাংক লিঃ, ব্র্যাক ব্যাংক লিঃ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, বিডি ফাইন্যান্স, ইস্টার্ন ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স ও ইস্টল্যান্ড ইন্সুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো লিঃ, শমরিতা হাসপাতাল, লিগাসি ফুটওয়ার, ফাইন ফুডস, এসইএমএল রেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, প্যারামাউন্ট ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, হাক্কানী পাল্প ও ওয়ালটন হাই-টেক।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পািনি হলো:- ইউনাইটেড ইন্সুরেন্স, সি এন্ড এ টেক্সটাইল, তাক্কাফুল ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, রিং সাইন টেক্সটাইল, ফ্যামিলিটেক্স (বিডি), প্রিমিয়ার লিজিং, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ফেডারের ইন্সুরেন্স ও প্রভাতী ইন্সুরেন্স।