ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন

১০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন আমরা নেটওয়ার্কস লিমিটেডের

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১০০ কোটি টাকার ফুল্লিরিডিমএবল নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার কমিশনের ৭৪১ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমএবল, আনসিকিউরড জিরো কূপন বন্ড। যার ডিসকাউন্ট রেট ৮.৬৮%-৯.৭৩%।এই বন্ডের প্রতিটি ইউনিটের লট সাইজ হলো ১ (এক) কোটি টাকা।জিরো কুপন বন্ডটি বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহএবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আমরা নেটওয়ার্কস একটি নতুন প্রকল্প বাস্তবায়ন, ঋণ পরিশোধ এবং কার্যকারী মূলধনের প্রয়োজনীয়তা পূরণ করবে। এই বন্ডের ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

আমরা কোম্পানিজ এর গ্র্রুপ চিফ ফিনান্সিয়াল অফিসার এনামুল হক বলেন – “আমরা নেটওয়ার্কস লিমিটেড সবসময় গ্রাহক এবং বিনিয়োগকারীদের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জিরো বন্ড কুপন এর মাধ্যমে আমরা তথ্যপ্রযুক্তি উদ্ভাবনীএবং সেবায় আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো বলে আশা করি”।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন