আইপিএলের তৃতীয় ম্যাচে আজ হাইভোল্টেজ লড়াই। মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে টস জিতেছেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বিরাট কোহলির ব্যাঙ্গালুরু প্রথমে ব্যাটিং করবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:

অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পারিক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি’ভিলিয়ার্স (উইকেটরক্ষক), জন ফিলিফ, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, ডেল স্টেইন, উমেশ যাদব, নবদীপ সাইনি ও যুজবেন্দ্র চাহাল৷
সানরাইজার্স হায়দরাবাদ:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, বিজয় শংকর, মিচেল মার্শ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা ও টি নটরাজন৷
