চলমান করোনা মহামারি মোকাবেলায় উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সাইফ পাওয়ার গ্রুপের পক্ষ থেকে কক্সবাজার জেলায় চার সেট অত্যাবশ্যকীয় মেডিক্যাল সামগ্রী হাইফ্লো অক্সিজেন নজেল ক্যানোলা প্রদান করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন কক্সবাজার জেলার দায়িত্বে নিয়োজিত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব হেলালুদ্দীনের নিজস্ব অফিসে চার সেট হাইফ্লো অক্সিজেন ক্যানোলা হস্তান্তর করেন।

উল্লেখ্য যে, গত ১৫ এপ্রিল ২০২০ তারিখে সাইফ পাওয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন করোনা মহামারী মোকাবেলায় আর্থিক সহায়তা হিসেবে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে নগদ ০২ কোটি টাকা প্রদান করেন। গত ১১ জুলাই ২০২০ তারিখে কক্সবাজার জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন প্রকার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
এছাড়াও তিনি চট্টগ্রাম শহরে বিভিন্ন হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে আনুসাঙ্গিক যন্ত্রপাতিসহ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
একইসাথে তিনি ক্রীড়া মন্ত্রণালয়, আইসিডিডিআরবি, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও যশোর পুলিশ প্রশাসনকে মেডিক্যাল পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন।
