ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন

এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ও ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেডের মধ্যে চুক্তি সম্পাদন

টেকসই ব্যবসায়িক সমৃদ্ধি, নতুন মানস্মমত স্বাস্থ্য পরিষেবা এবং আন্তর্জাতিক অঙ্গনে ঔষধ শিল্পকে সুদৃঢ় করণের উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় ঔষধ প্রস্ততকারী কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং অন্যতম শীর্ষস্থানীয় পরামর্শদাতা কোম্পানি ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড আজ ঢাকাতে এক চুক্তি সম্পাদন করে।

কোম্পানির দৃঢ় অর্থনৈতিক কাঠামো গঠনের পাশাপাশি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবসায়িক সফলতার পরামর্শক হিসেবে সফলতার সাথে কাজ করবে ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

এ সময় উপস্থিত ছিলেন এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ, পরিচালক (অপারেশনস্) সাদিয়া আহমেদ, কর্পোরেট সচিব ইশতিয়াক আহমেদ, প্রধান বিপণন এবং বিক্রয় কর্মকর্তা মোঃ মাসুম চৌধুরী এবং ফিনটেজিক কনসালটেন্সি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নোমানুর রশীদ, প্রধান পরিচালন কর্মকর্তা মহিবুল কবির তমাল, প্রধান গবেষণা এবং উন্নয়ন কর্মকর্তা সাদিয়া পারভিন, সহকারী ব্যবস্থাপক আসিফ জামান। এ ছাড়াও দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন